এন্ডােপ্লাজমীয় জালিকা কাকে বলে? এর গঠন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।
সমস্ত ইউক্যারিওটিক কোশে কোশপর্দা থেকে নিউক্লীয় পর্দা পর্যন্ত যে-সমস্ত একক পর্দাবৃত,শাখাযুক্ত বা শাখাবিহীন নালিকা অবিচ্ছিন্ন জালিকাকারে বিন্যস্ত থাকে, তাদের এন্ডােপ্লাজমীয় জালিকা বলে।
এন্ডােপ্লাজণীয় জালিকার গঠন :
এন্ডােপ্লাজমীয় জালিকার গঠনে তিন প্রকার উপাদান দেখা যায়। যথা—
1. সিস্টারনি,
2.ভেসিকল
3.টিউবিউলস।
1.সিস্টারনি :
লম্বা, চ্যাপটা থলির (ব্যাস 40-50 gm) মতাে গঠন। এগুলির গায়ে রাইবােজোম আবদ্ধ থাকে বলে এদের অমসৃণ RER (Rough Endoplasmic Reticulum) বলে।
২.ভেসিকল :
অতিসূক্ষ্ম গােলাকার (ব্যাস 30-500 um)থলির মতাে গঠন। এগুলি রাইবােজোম দানাবিহীন হয় বলে এদের মসৃণ এন্ডােপ্লাজমীয় জালিকা বা SER (Smooth Endoplas-mic Reticulum) বলে।
৩.টিউবিউলস :
নলাকার, শাখাযুক্ত (ব্যাস 50-190 um)গঠন। এরা রাইবােজোম দানাবিহীন বা যুক্ত হয়।


0 Comments