Subscribe Us

header ads

এন্ডােপ্লাজমীয় জালিকা কাকে বলে? এর গঠন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও


এন্ডােপ্লাজমীয় জালিকা :

সমস্ত ইউক্যারিওটিক কোশে কোশপর্দা থেকে নিউক্লীয় পর্দা পর্যন্ত যে-সমস্ত একক পর্দাবৃত,শাখাযুক্ত বা শাখাবিহীন নালিকা অবিচ্ছিন্ন জালিকাকারে বিন্যস্ত থাকে, তাদের এন্ডােপ্লাজমীয় জালিকা বলে।


এন্ডােপ্লাজণীয় জালিকার গঠন

এন্ডােপ্লাজমীয় জালিকার গঠনে তিন প্রকার উপাদান দেখা যায়। যথা—

1. সিস্টারনি,

2.ভেসিকল

3.টিউবিউলস।


1.সিস্টারনি :

 লম্বা, চ্যাপটা থলির (ব্যাস 40-50 gm) মতাে গঠন। এগুলির গায়ে রাইবােজোম আবদ্ধ থাকে বলে এদের অমসৃণ RER (Rough Endoplasmic Reticulum) বলে।







২.ভেসিকল : 

অতিসূক্ষ্ম গােলাকার (ব্যাস 30-500 um)থলির মতাে গঠন। এগুলি রাইবােজোম দানাবিহীন হয় বলে এদের মসৃণ এন্ডােপ্লাজমীয় জালিকা বা SER (Smooth Endoplas-mic Reticulum) বলে।


৩.টিউবিউলস :

 নলাকার, শাখাযুক্ত (ব্যাস 50-190 um)গঠন। এরা রাইবােজোম দানাবিহীন বা যুক্ত হয়।

Post a Comment

0 Comments