Subscribe Us

header ads

RKM Rahara 2021 Model Question paper - Science (class 6) এর কিছু প্রশ্নের সমাধান



 
1. সংক্রামক রােগ (Communicable diseases) 
যেসব রােগ সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে ছড়িয়ে পড়ে তাকে ছোঁয়াচে রােগ বা সংক্রামক রােগ বলে। এই প্রকারের রােগ নিম্নলিখিত প্রকারের হয়, যথা-
(i) ভাইরাস সংক্রামিত রােগ (Viral diseases) ঃ জল বসন্ত, গুটি বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, AIDS ইত্যাদি।
(ii) ব্যাকটেরিয়া ঘটিত (Bacterial diseases) ঃ টাইফয়েড, কলেরা, টিউবারকিউলােসিস,নিউমােনিয়া, হুপিং কফ, ডিপথেরিয়া, টিটেনাস, গনােরিয়া, সিফিলিস ইত্যাদি।

(iii) প্রােটোজোয়া আক্রান্ত রােগ (Protozoan diseases) ঃ ম্যালেরিয়া, ডায়ারিয়া, অ্যামিবিক ডিসেন্ট্রি, কালাজ্বর, ঘুমরােগ ইত্যাদি।

(iv) ছত্রাক আক্রান্ত রােগ (Fungal diseases) ঃ দাদ, অ্যাথলেট ফুট ইত্যাদি।


২.খাদ্যশৃঙ্খল কি?

সংজ্ঞা (Definition) : যে পদ্ধতিতে খাদ্যশক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে ভক্ষণ ও ভক্ষিত সম্পর্কে বিভিন্ন প্রাণীগােষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, এই শক্তিপ্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্যশৃঙ্খল বলে।

উদাহরণ 

       ঘাস---------   ছাগল--------------- ---মানুষ

(উৎপাদক)     ( প্রাথমিক খাদক)        ( গৌন খাদক)


৩. খাদ্যপ্রবাহ বা খাদ্যজাল (Food-web)

(Definition): কোনাে বাস্তৃতন্ত্রে জীবসম্প্রদায়ের মধ্যে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত খাদ্যশৃঙ্খলকে একত্রে খাদ্যজাল বা ফুড়-ওয়েব বলে।

খাদ্যজাল 


৪. লিন্ডেম্যানের ১০% সুত্র 

লিন্ডেম্যান (Lindemann) 1942 খ্রিস্টাব্দে বাস্তুরীতিতে শক্তির প্রবাহ ব্যাখ্যায় 10 শতাংশ নিয়ম (10 percent law) নামে একটি মতবাদ প্রবর্তন করেন। প্রাথমিক স্তরের ব্যবহারকারীরা যত উৎপাদনকারীদের ভক্ষণ করে, তার দশ শতাংশ প্রাথমিক স্তরের ব্যবহারকারীদের দেহগঠনে লেগে যায় অর্থাৎ একটি হরিণ যদি 100 kg খাদ্যবস্তু খায়, তাহলে এই খাদ্যবস্তুর দশ শতাংশ অর্থাৎ 10 kg তার দেহগঠনে লাগে। আবার একটি বাঘ যদি 10 kg মাংস খায় তাহলে ওই মাংসের মাত্র 1kg তার দেহগঠনে লাগে।


৫.ক্লাউন মাছ ও সাগরকুসুমের মধ্যে  মিথোজীবিতা সম্পর্ক 




ক্লাউন মাছ থাকে সাগরকুসুমের সঙ্গে। সে সাগর কুসুমের শত্রু যেমন - বাটারফ্লাই

মাছকে তাড়িয়ে দেয়। আর সাগরকুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায়।

ক্লাউন মাছ। আবার অনেকসময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগরকুসুমের

শিকার হয়।


৬.ভৌত পরিবর্তন  বলতে কি বোঝ? 

 যে পরিবর্তনে পদার্থের কেবল মাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু আভ্যন্তরীণ গঠনের কোন পরিবর্তন হয় না এবং পরিবর্তনের কারণ(চাপ,তাপ প্রভৃতি) অপসারিত হলে তাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় তাকে ভৌত পরিবর্তন বলে।

যেমন - মোমের গলন ।

৭.রাসায়নিক পরিবর্তন বলতে কি বোঝ? 

 যে পরিবর্তনে পদার্থের আভ্যন্তরীণ গঠনের স্থায়ী পরিবর্তন হয় এবং পরিবর্তনের কারণ(চাপ,তাপ প্রভৃতি) অপসারিত হলে তাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 

যেমন- লোহায় মরিচা পরা।

৮.আয়তন বলতে কি বোঝ ? 

 কোন কঠিন তরল গ্যাসীয় বস্তু যে স্থান দখল করে থকে তার পরিমাণ কে ঐ বস্তুর আয়তন বলে

 এস আই পদ্ধতিতে বস্তুর আয়তন কত ঘন মিটার

৯. মিথোজীবিতা কি? 

 যখন দুটি ভিন্ন প্রজাতির জীবের আংশিক বা সম্পূর্ণ ঘনিষ্ঠ সহবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয় তখন এইরূপ সহবস্থানকে মিথোজীবিতা বলে। সহবস্থানকারী জীব দুটিকে মিথোজীবী জীব বলে।


                               ক্লাউন মাছ ও সাগরকুসুমের


.১০.জলকে  একটি যৌগিক পদার্থ বলার কারন কি?

 যৌগিক পদার্থ বলতে আমরা বুঝি দুই বা ততোধিক মৌলিক পদার্থ যখন নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে।

 এখানে জল একটি যৌগিক পদার্থ কারণ দুই ভাগ হাইড্রোজেনের সাথে একবার অক্সিজেন যুক্ত হয়ে জল গঠন করে এবং জলের ধর্মের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেনের ধর্মের কোন মিল নেই। হাইড্রোজেন এবং অক্সিজেন একটি গ্যাসীয় পদার্থ কিন্তু জল একটি তরল পদার্থ।তাই জলকে যৌগিক পদার্থ বলে ।

১১.জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ৩ টি অসুবিধা 

১.জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে  যায়।

২.মাটিতে বসবাসকারী অনেক উপকারী প্রাণীদের মৃত্যু ঘটে।

৩. বৃষ্টির জলে কৃষিজমি থেকে রাসায়নিক সার মিশ্রিত জল জলাশয়ে  পরে জল দূষণ ঘটে ।



Post a Comment

3 Comments

  1. Sir ami bolchi je apni je likhechen mritojibi prani ,sir ota mithojibi prani hobe na ??

    ReplyDelete
  2. Sir,apni jodi সৌরদিন ta ektu bole diten tahole bhalo hoto

    ReplyDelete
  3. Sir bolchi model question e 6 er xix number er answer ta bole dile bhalo hoto

    ReplyDelete