Subscribe Us

header ads

RKM Rahara Model Question paper 2021 Solutions.(class V)

 .১. জবা পাতার চিত্র অঙ্কন কর ।



২. আকর্ষণ অপেক্ষা বিকষনই চুম্বকতের সঠিক। প্রমাণ - ব্যাখ্যা করাে

 আকর্ষণ অপেক্ষা বিকর্ষণের চুম্বকের শ্রেষ্ঠ প্রমাণ কারণ চুম্বকের বিপরীত মেরু যেমন পরস্পরকে আকর্ষণ করে তেমনি একটি চুম্বক এবং একটি চৌম্বক পদার্থ (যেমন লোহা)পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু বিকর্ষণ ধর্ম কেবল মাত্র দুটি চুম্বকের সমমেরুর মধ্যেই দেখা যায়।

৩. কৃত্রিম চুম্বক তৈরীর দুইটি পদ্ধতি লেখ? 

       ঘর্ষণ দ্বারা ও তড়িৎ প্রবাহ দ্বারা


৪.শিরার কাজ কি?

 যে সমস্ত রক্তবাহ জালক থেকে উৎপন্ন হয়ে হৃদপিন্ডে এসে মেশে এবং সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত বা অশুদ্ধ রক্ত বহন করে সেই সমস্ত রক্তবাহকে শিরা বলে।

সারা দেহ থেকে দূষিত রক্ত বহন করে হৃদপিন্ডে নিয়ে যায়।

৫. একটি তড়িৎ বর্তনীর চিত্র এঁকে বর্তনীর বিভিন্ন অংশ চিহ্নিত করাে



৬.  নৌ-কম্পাসের কার্যপদ্ধতি লেখাে?

সমুদ্রের মাঝে জাহাজ চালাবার কাজে দিক নির্ণয়ের জন্য যে কম্পাস ব্যবহার করা হয়, তাকে নৌকম্পাস বলে। এতে একটি সূক্ষ্মাগ্র ধাতবদণ্ডের উপর একটি চুম্বকশলাকা বসানাে হয়, যা অনুভূমিক তলে অবাধে ঘুরতে পারে।নৌকম্পাস শলাকাচুম্বকটির দিগদর্শী ধর্মকে কাজে লাগিয়ে কোনাে স্থানের অভিমুখটি নির্দেশ করে।

জেনে রাখো : ভালাে নৌকম্পাসের দুটি প্রয়ােজনীয় বৈশিষ্ট্য বা গুণ হল- (a) কম্পাসটির কাঁটার দৈর্ঘ্য ছােটো হবে। (b) কম্পাস কাটার চুম্বকত্ব স্থায়ী ও শক্তিশালী হবে।


৭. ফুলের বর্ণ বা গন্ধ গাছ কে কিভাবে সাহায্য করে ? পরিবেশে গাছ না থাকলে কি কি ক্ষতি হবে?

  * ফুলের বর্ণ ও গন্ধ কীটপতঙ্গ আকৃষ্ট করে পরাগমিলনে সাহায্য করে যা উদ্ভিদের বংশবৃদ্ধি তে সাহায্য করে

** 1. পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাবে 

     2. জলচক্র ব্যাহত হবে 

     3.বাতাসে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হবে

     4. বন্যা খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বৃদ্ধি পাবে

     5.খাদ্য শৃংখল এর শক্তি প্রবাহ ব্যাহত হবে। ফলে জীব সম্প্রদায়ের মৃত্যু ঘটবে

৮.সৌরশক্তি ও বায়ুশক্তির ব্যবহার লেখাে।

সৌরশক্তি - সৌর শক্তিকে ব্যবহার করে সোলার কুকার সোলার রেডিও সোলার টেলিফোন সোলার হিটার প্রভৃতি তৈরি করা হয়

 বাড়ির ছাদে সৌরকোষ বসে বিদ্যুৎ উৎপাদন করা হয়

বায়ুশক্তি- বিদ্যুৎ উৎপাদন করা হয়।


৯. একটি লােহার দন্ড ও পিতলের দন্ডকে চুম্বকের সাহায্যে কীভাবে পৃথক করবে?

 লোহার দণ্ডটি চুম্বক দ্বারা আকৃষ্ট হবে কিন্তু পিতলের দণ্ড চুম্বক দ্বারা আকৃষ্ট হবে না


১০. ORS কী? 

 ORS বা ওরাল রিহাইড্রেশন সলিউশন হল জীবনরক্ষাকারী এক প্রকার তরল পথ্য। পেটের অসুখে অনেকবার বমি পায়খানা হলে শরীর থেকে জল ও নুন বেরিয়ে যায় এবং শরীরে সেগুলির ঘাটতি দেখা যায়। সেই ঘাটতি পূরণের জন্য রোগীকে ORS খাওয়ানো হয়। প্রথমে জলকে কুড়ি মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে নিতে হবে তারপর গ্লাসে  ফোটানো জলে এক চামচ চিনি, এক চিমটে নুন দিতে হবে। এটাই বাড়িতে সাধারণ উপায় তৈরি ORS ।


১১. তড়িৎ কয় ধরনের ও কী কী? 

*  দুই প্রকার -  1.স্থির তড়িৎ 2. চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ

১২. চুম্বকের দুইটি ধর্ম লেখাে। 

 *  চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে

 * চুম্বকের দিকনির্দেশক ধর্ম আছে

১৩. স্থায়ী চুম্বক ও আস্থায়ী চুম্বকের পার্থক্য লেখাে।

 স্থায়ী চুম্বক এর চুম্বকত্ব নষ্ট হয় না । দীর্ঘদিন বজায় থাকে ।যেমন প্রাকৃতিক চুম্বক 

 অস্থায়ী চুম্বকের চুম্বকত্ব ক্ষণস্থায়ী। যেমন তড়িৎ চুম্বক তড়িৎ প্রবাহ বন্ধ হলেই চুম্বকত্ব নষ্ট হয়ে যায়

.১৪. একপ্রতিসম ও বহুপ্রতিসম ফুল কাকে বলে ? 

 কোন ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বালম্বিভাবে কেবলমাত্র একবার দুটি সমান অংশে ভাগ করা যায় তখন তাকে একপ্রতিসম ফুল বলে।

যেমন - অপরাজিতা


কোন ফুলের কেন্দ্রবিন্দু কে নির্দিষ্ট রেখে যদি সেই ফুলকে লম্বালম্বিভাবে কেন্দ্র বরাবর দুটি সমান অংশে বহুবার ভাগ করা যায় তাকে বহুপ্রতিসম ফুল বলে।

যেমন- জবা 

১৫. চিএসহ আদর্শ তড়িৎ কোশের গঠন লেখাে। 

        out of syllabus 

১৬. ত্বকের কাজ গুলি লেখ । 

 1.ব্যবধায়ক প্রাচীর - জীবের দেহের ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশের মল্যে ব্যবধায়ক

প্রাচীর রূপে কাজ করে।

2. প্রতিরক্ষা - ত্বকের পুরু স্তর এবং ত্বকীয় বহিঃকঙ্কাল জীবকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।

3, বাধা-  বিভিন্ন রােগের জীবাণুর দেহের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে বাধা হিসাবে কাজ করে।

4, তাপ নিয়ন্ত্রণ - পরিবেশ থেকে তাপ সংগ্রহ এবং দেহের অতিরিক্ত তাপ বিকিরণের দ্বারা, দেহের

তাপমাত্রা নিয়ন্ত্রণে (বিশেষত স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে) সাহায্য করে।

5. সংবেদনশীলতা- মায়ু প্রান্ত এবং বিভিন্ন সংবেদনশীল গ্রাহক থাকার জন্য, ত্বক দেহের সংবেদনে সাহায্য করে।

6.বর্ণ- ত্বকের রঞ্জককণা সূর্যালােকের ক্ষতিকারক রশিা প্রতিহত করে এবং রঞ্জক দ্বারা ত্বকের বর্ণ সৃষ্টি 


১৭. চিত্রসহ প্রধান মূল এর বিভিন্ন অংশের বিবরণ দাও




(i) মূলত্র অঞ্চল : প্রধান মূল ও তার শাখাপ্রশাখা মূলগুলির অগ্রভাগে যে টুপির মতাে ঢাকনা বা আবরণ থাকে, তাকে মূলত্র বলা হয়।

কাজ : 

(a) মূল যখন মাটি ভেদ করে মাটির নীচে প্রবেশ করে, মুলত্র অংশ তখন মূলের নরম অগ্রভাগকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে।

(ii) বর্ধনশীল অঞ্চল :- মূলত্র অঞ্চলের ঠিক পিছনের দিকে নরম ও মসৃণ অংশ নিয়ে যে অলটি গঠিত হয়, তাকে বর্ধনশীল অঞ্চল বলে।

কাজ :মূলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়।

(iii) মূলরােম অঞ্চল : বর্ধনশীল অঞ্চলের উপরের দিকে অবস্থিত এককোশী মূলরােমবিশিষ্ট অঞ্চলকে মূলরােম অঞ্চল বলে। এই অঞ্চলের চারপাশ থেকে অসংখ্য সরু সরু এককোশী মূলরােম জমায়।

কাজ : (a) মাটি থেকে জল ও খনিজ লবণ সংগ্রহ করে। 

          (b) উদ্ভিদকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে।


(iv) স্থায়ী অঞল : মূলরােম অঞ্চলের উপরের দিক থেকে শুরু করে কাণ্ডের নীচ পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে স্থায়ী অঞ্চল বলে। এই অঞ্চলে শাখা ও প্রশাখা মূল থাকে।

কাজ : 

(a) শাখাপ্রশাখা মূল উৎপন্ন করা এর প্রধান কাজ। 

(b) শাখাপ্রশাখা মূল উদ্ভিদকে মাটির সাথে আবদ্ধ রাখতে সাহায্য করে

(c)এই অঞ্চলের মাধ্যমে মূল দ্বারা শােষিত জল কাণ্ডে পৌঁছােয়।


১৮. গ্রামে গ্রামে বিদ্যুত পৌঁছে দিতে হলে কী চাই?

     সৌর বিদ্যুৎ 


১৯. কজিতে অবস্থিত হাড়ের সংখ্যা কত?

      * ৮ টি 


২০. ফিলামেনট কী? 



ফিলামেন্ট টাংস্টেন ধাতু দ্বারা তৈরি এক ধরনের কুণ্ডলিত তার যা সাধারণত বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয় ।এর রোধ খুব বেশি হওয়ায় এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে এবং উজ্জ্বল দেখায়।


২১. নখে কী প্রটিন থাকে? ?

     * কেরাটিন

২২. B.c.g. টিকা দেওয়া হয় কোন রােগে? 

      যক্ষা 

২৩. মেলানিন কী ? মানব দেহে এর গুরুত্ব লেখ।

 মেলানিন হলো আমাদের ত্বকে উপস্থিত এক ধরনের রঞ্জক পদার্থ

 কাজ

 1. আমাদের ত্বকের বর্ণ গঠন করে।

 2.অতিবেগুনি রশ্মি শোষণ করে ত্বকের ক্যান্সারের হাত থেকে আমাদের রক্ষা করে।

২৪. হৃদপিন্ডের কাজ লেখ 

      *  সারা দেহে রক্ত সরবরাহ করা।

২৫. কাণ্ডকে কি ভাবে সনাক্ত করবে ? 

     1. পর্ব থাকে 

     2. পর্বমধ্য থাকে 

     3.  কক্ষ থাকে।

২৬. দেহের সবথেকে বড় হাড়?

       * ফিমার

২৭.  এক প্রতিসম ও বহু প্রতিসম ফুল বলতে কি বােঝো?

কোন ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বালম্বিভাবে কেবলমাত্র একবার দুটি সমান অংশে ভাগ করা যায় তখন তাকে একপ্রতিসম ফুল বলে।


 কোন ফুলের কেন্দ্রবিন্দু কে নির্দিষ্ট রেখে যদি সেই ফুলকে লম্বালম্বিভাবে কেন্দ্র বরাবর দুটি সমান অংশে বহুবার ভাগ করা যায় তাকে বহুপ্রতিসম ফুল বলে

২৮. শীতকালে সােয়েটার খুললে চটপট শব্দ হয় কেন?

 শীতকালে আমরা দীর্ঘক্ষন সোয়েটার পড়ে থাকলে আমাদের ত্বকের লোম এবং সোয়েটারের মধ্যে ঘর্ষণের ফলে বীপরিতধরমী স্থিরতড়িৎ উৎপন্ন হয়। ফলে সয়েটার খোলার সময় বিশেষ এক ধরনের চটপট শব্দ হয়।


২৯.  স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বক এর পার্থক্য লেখাে?

১৩ নং প্রশ্নের উত্তর

৩০. ফুলের বর্ণ বা গন্ধ গাছ কে কিভাবে সাহায্য করে? পরিবেশে গাছ না থাকলে কি কি ক্ষতি হবে ?

 কীটপতঙ্গ আকৃষ্ট করে পরাগ মিলনের সাহায্য করে যা গাছকে বংশবৃদ্ধি করতে সাহায্য করে।

 1. তাপমাত্রা বৃদ্ধি পাবে 

 2. জল চক্র ব্যাহত হবে 

 3. অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হবে 

 4. বন্যা খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ এর পরিমাণ বৃদ্ধি পাবে ।

৩১. হাতের অস্থিগুলির নাম লেখো।

 হিউমেরাস , রেডিয়াস ও আলনা , কারপাল, মেটাকারপাল, ফ্যালেঞ্জেস

৩২. পায়ের অস্থি গুলির নাম লেখো।

 ফিমার, টিবিয়া ও ফিবুলা ,টারসাল, মেটাটারসাল ,ফ্যালেঞ্জাস


৩৩.যক্ষ্মা রােগ কী কী ভাবে ছড়ায়?

যক্ষ্মা একপ্রকার সংক্রামক রােগ। আক্রান্ত ব্যক্তির কফ, হাঁচি, থুথু থেকে এই রােগ ছড়ায়। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বললেও সুস্থ ব্যক্তির দেহে রােগটি ছড়ায়।


৩৪. যক্ষ্মা রােগের লক্ষণগুলি লেখাে।

ফুসফুসে যক্ষ্মা রােগের সংক্রমণ ঘটলে বিকেলের দিকে জ্বর আসে, রাতে ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। খাওয়ায় অরুচি দেখা দেয়, বুকে ব্যথা হয়। অসুখ একটু বাড়লে কাশি হয় এবং কাশির সঙ্গে কাচা রক্ত ওঠে। ক্রমশ ওজন কমতে থাকে। এইসব লক্ষণ থেকে বােঝা যায় যে যক্ষ্মা হয়েছে।


























Post a Comment

0 Comments