১.ভিটামিন বা খাদ্যপ্রাণ :
যে জৈব খাদ্য উপাদান সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রােগ প্রতিরােধ শক্তি বৃদ্ধি করে,তাকে ভিটামিন বলে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রােগ বা সমস্যা দেখা দেয়। যেমন ভিটামিন A'র অভাবে চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
২.নবীকরণযােগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি কি?
নবীকরণযােগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি হলাে এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন:সূর্যের আলাে ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ,জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ,জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবীকরণনযােগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
৩.মিশ্র পদার্থের বৈশিষ্ট্য:
(1) মিশ্র পদার্থে উপাদান কণাগুলি পাশাপাশি থাকে।
(2) মিশ্র পদার্থে উপাদান কণাগুলির ধর্মের কোনাে পরিবর্তন হয় না।
(3) খুব সহজেই মিশ্র পদার্থ থেকে উপাদান কনাগুলিকে আলাদা করা যায়।
(4) যেকোনাে ওজন অনুপাতে দুই বা ততােধিক পদার্থ মেশালেই মিশ্র পদার্থ তৈরি হয়।
(5) মিশ্র পদার্থের কোনাে নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে না।
(6) মিশ্রন সাধারণত অসমসত্ত্ব হয় তবে ব্যতিক্রম হল দ্রবণ।যেখানে দ্রবণ হল একটি সমসত্ত্ব মিশ্র পদার্থ।
৪.মিশ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
দুই বা তার বেশি মৌলিক বা যৌগিক পদার্থ যে-কোনাে' ওজন অনুপাতে নিজ নিজ ধর্ম অক্ষুন্ন রেখে সাধারণভাবে মিশ্রিত হয়ে যে-পদার্থ গঠন করে, তাকে মিশ্র পদার্থ বলে। উদাহরণ: বায়ু, মাটি,শরবত ইত্যাদি।।
৫.মৌলিক রাশি কি?
যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ অন্য কোন রাশির উপর নির্ভরশীল নয় বরং অন্যান্য রাশি এসব রাশির উপর নির্ভরশীল তাদেরকে মৌলিক রাশি বলে। এসব মৌলিক রাশির একককে মৌলিক একক বলে।
উদাহরণ:দৈর্ঘ্য (I), ভর (m), সময় (s) ইত্যাদি মৌলিক রাশির উদাহরণ। কারণ এসব রাশির মান অন্য রাশির ওপর নির্ভরশীল নয়।
৬.জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলতে কি বোঝ?
যেসকল বর্জ্য পদার্থ অনুজীব দ্বারা বিভাজিত হয়ে মাটির সাথে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে । যেমন সবজি
.৭.অ্যান্টিবায়ােটিক:-অণুজীব(সাধারণত ব্যাকটেরিয়া) ধ্বংসকারী বা এর বৃদ্ধি ও প্রজননে বাধাদানকারী মূলত অন্য কোনাে অণুজীব নিঃসৃত প্রাকৃতিক পদার্থ,যদিও বর্তমানে এগুলাে সাধারণত কৃত্রিম উপায়ে তৈরী হয়ে থাকে।
৮.মরিচা কি?
বিশুদ্ধ লােহা জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লােহার অক্সাইড(ফেরিক অক্সাইড)নামক পদার্থে পরিণত হয়, যাকে মরিচা ( Fe2O3 ,H2O)বলা হয়।
৯.পরিমাপের একক কি?
কোন ভৌতরাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে প্রমাণ ধরে সমজাতীয় রাশিসমূহকে পরিমাপ করা হয়, তাকে ঐ রাশির একক বলে।
১০.এককের প্রয়েজনীয়তা :-
কোন ভৌতরাশিকে সঠিকভাবে পরিমাপ করতে হলে নির্দিষ্ট এককের প্রয়ােজন হয়। কারণ, ভৌতরাশির পরিমাপের ক্ষেত্রে একক-বিহীন সংখ্যা অর্থহীনও হতে পারে।
যেমন—একটি খেলার মাঠের দৈর্ঘ্য 25 বললে মাঠটির দৈর্ঘ্য সম্বন্ধে আমরা কোন ধারণা করতে পারি না। কিন্তু মাঠটির দৈর্ঘ্য 25 মিটার বললে মাঠটির দৈর্ঘ্য সম্পর্কে আমরা সঠিক ধারণা করতে পারি। এখানে দৈর্ঘ্য একটি ভৌতরাশি এবং এর পরিমাপের জন্য মিটারকে একক রূপে ব্যবহার করা হয়েছে। সুতরাং, কোন ভৌতরাশির পরিমাপের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা এবং নির্দিষ্ট এককের প্রয়ােজন।
১১.এস আই পদ্ধতিতে ভারের একক কি? ভার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
এস আই পদ্ধতিতে ভারের একক নিউটন
স্প্রীং তুলায় সাহায্যে বস্তুর ভার পরিমাপ করা হয়।
কোন বস্তুর উপর পৃথিবী যে অভিকর্ষজ বল প্রয়ােগ করে তাকে বস্তুর ওজন বলে, অর্থাৎ, ওজন একটি বল । স্প্রীং তুলায় ঝােলান বস্তু দ্বারা স্প্রীং-এ প্রযুক্ত বল স্প্রীং এর প্রসারণের সমানুপাতিক হয়। ফলে বিভিন্ন বস্তুকে স্প্রীংয়ের শেষপ্রান্তে যুক্ত হুক থেকে ঝুলিয়ে দিলে স্প্রীংয়ের যে প্রসারণ ঘটে তা থেকে বস্তুর ওজন নির্ণয় করা হয় ।
১২.পারমানবিকতা (Atomicity):
কোনাে মৌলিক পদার্থের একটি অণু, যতগুলি পরমাণু দিয়ে গঠিত হয়, সেই সংখ্যাকে ওই মৌলের পারমানবিকতা বলে।
যেমন,
সােডিয়াম (Na), পটাশিয়াম (K), ক্যালশিয়াম (Ca), হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar) ইত্যাদি মৌলের অণু কেবলমাত্র একটি পরমাণু দ্বারাই গঠিত হয়। তাই এদের পারমাণবিকতা 1। এবং তাই এদের অণু ও পরমাণু সমার্থক।
হাইড্রোজেন (H2 ), অক্সিজেন ( O2), নাইট্রোজেন ( N2 ),ক্লোরিন ( Cl2 ), ব্রোমিন (Br2 ) ইত্যাদি মৌলের অণু দুটি করে পরমাণু দ্বারা গঠিত হয় তাই এদের পারমানবিকতা হল 2| এদের দ্বিপারমানবিক বলে।
ওজোন অণু (O3), তিনটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। তাই ওজোনের পারমাণবিকতা হল 3।



0 Comments