G.12 কি কি উপায়ে জল সংরক্ষণ করা সম্ভব? জল সংরক্ষণ করা উচিত কেন? রাসায়নিক উপায়ে জল সংরক্ষণের ক্ষতিকারক দিক কি?
# জল সংরক্ষণের উপায় ঃ
A.ভুগর্ভস্থ জলের সংরক্ষণ
অনেক লােকালয়ে সব কাজেই মাটির নীচের জল ব্যবহার করা হয়। গ্রামের দিকে মাটির নীচের জল তুলে চাষ (প্রধানত ধান চাষ)করা হয়। এইভাবে মাটির নীচের জলের স্তর নেমে যাচ্ছে। খুব প্রয়োজন ব্যাতিত(পানীয় জল হিসেবে) ভুগর্ভস্থ জলের ব্যবহার কমাতে হবে। বিকল্প জলের উৎস হিসেবে বৃষ্টির জল,পুকুর, খাল-বিল,নদীর জল চাষের কাজে ব্যবহার করতে হবে।
B.বৃষ্টির জল সংরক্ষণ
বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি হল—
১.বাড়ির ছাদের সাথে পাইপ লাগিয়ে বৃষ্টির জল সরাসরি বড়াে কুয়াে বা ট্যাংকে সংগ্রহ করা।
২. বহুতল বাড়ির ছাদে সিমেন্টের জলাধার বানিয়ে তাতে বৃষ্টির জল ধরে রাখা।
৩. জমিতে পুকুর বা খাল কেটে বৃষ্টির জল ধরে রাখা।
C.ব্যবহৃত জলের পুনঃব্যবহার
ব্যবহৃত জলকে কোনাে কোনাে কাজে আবার ব্যবহার করা যায়। যেমন—ঘর মােছার জলকে ড্রেনে ঢেলে দিলে সেটি কোনাে কাজে লাগে না। কিন্তু ওই জলকে বাড়ির টবের গাছের গােড়ায় বা বাগানের বিভিন্ন গাছের গােড়ায় ঢেলে দিলে তা গাছের কাজে লাগে।ভাত রান্নায় ব্যবহৃত জলকে ফেলে না দিয়ে গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা যায়।
D.জল অপচয় রোধ -
জল নষ্ট বন্ধ করতে যা করণীয়, তা হল—
১. হাতমুখ ধােয়ার সময় সারাক্ষণ ট্যাপকল খুলে রাখব না। গ্লাসে জল ধরে নিয়ে তা হাত মুখ ধােয়ার কাজে ব্যবহার করা উচিত।
২. স্নানের সময় বালতিতে জল ধরে নিয়ে তা দিয়ে স্নান করব ও রাস্তার ধারে ট্যাপকলের জল অনবরত পড়ে যেতে দেখলে, ওই কলের ট্যাপ বন্ধ করে দিতে হবে। বাড়ি ও প্রতিবেশীদেরকেও এ বিষয়ে অবহিত করতে হবে।
## জল সংরক্ষনের প্রয়োজনীয়তা
জল সংরক্ষনের ফলে আমরা ভুগর্ভস্থ জলের ব্যবহার কমাতে পারবো। ফলে মাটির নীচের জলস্তর নিচে নামতে পারবে না।
### রাসায়নিক পদ্ধতিতে জলশােধনের অপকারিতা:
রাসায়নিক পদ্ধতিতে জলশােধনের একটি অপকারিতা হল বেশিমাত্রায় রাসায়নিক পদার্থ প্রয়ােগের ফলে সেটি জলাশয়ের জলকে শােধন না করে দূষিত করে তােলে। এর ফলে মাছ ও অন্যান্য জলজ জীবগুলি মরে যায়।


0 Comments