Subscribe Us

header ads

Model Question Paper Discussion 2021, Science, Class V RKM Rahara

 G.13  রাসায়নিক  সার ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। কি কি কারনে জল দূষণ হয়।         2.5+2.5=5 

এখানে  আমি বিস্তারিত  আলোচনা করে  দিলাম। তোমরা প্র‍য়োজন মত ছোট  বড়ো করে নেবে।

রাসায়নিক সার ব্যবহারের ক্ষতিকর প্রভাব

রাসায়নিক সারের অতিরিক্ত  ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে নিম্নলিখিত  সমস্যাগুলি দেখা যায় ঃ

১. মাটিতে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়াদের কাজে বাধা সৃষ্টি করে।  ফলে মাটির উর্বরতা শক্তি কমে যায়।

২. মাটির অম্ল ও ক্ষারের ভারসাম্য উদ্ভিদ বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে অম্ল ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়। ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। 

৩. অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে রাসায়নিক সার মিশ্রিত জল পার্শ্ববর্তী নদী ও পুকুরে পড়ে জল দূষণ ঘটায়। 

৪. অতিরিক্ত রাসায়নিক  সার ব্যবহারের ফলে রাসায়নিক যৌগ গুলি জৈব বিবর্তনের(Biomagnification) মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে আমাদের শরীরের ক্ষতি করে। 

A. দৈনন্দিন গৃহস্থালির কাজে সৃষ্ট নােংরা জল (Domestic sewage) ঃ

গৃহস্থালি, খাদ্য উৎপাদনকারী সংস্থা, রেস্তরাঁ ইত্যাদিতে ব্যবহারের পর যে নােংরা জল নির্গত হয় তাতে মানুষ ও অন্যান্য গৃহপালিত জীবের মলমূত্র, সাবান, খাদ্যের বর্জ্য অংশ, জ্বালানির অবশিষ্টাংশ ইত্যাদি মিশে থাকে। এই নােংরা জল, নর্দমার মাধ্যমে বিভিন্ন জলাশয়, নদী ইত্যাদিতে গিয়ে মিশে ঐ সব জলকে দূষিত করে।

B. কৃষি বর্জজনিত জলদূষণ (Water pollution due to agricultural discharges) ঃ

কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক এবং রাসায়নিক সারগুলি অনেক ক্ষেত্রেই জলদূষণের কারণ ঘটায়।

a. কীটনাশক (Pesticides) :

ক্ষেত্রের বিভিন্ন পেস্ট, যথা—পতঙ্গ, শামুক, ইদুর, আগাছা ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য নানা প্রকার বিষাক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়, যথা—DDT, BHC, এনড্রিন, অলড্রিন, ক্লোরােথেন, 2-4-D, ক্যালসিয়াম, সায়ানাইড ইত্যাদি। এই সব কীটনাশকগুলি বৃষ্টির জলে বাহিত হয়ে সংলগ্ন জলাশয়ে পড়ে এবং জলদূষণ ঘটায়। ঐ দুষিত জল, মানুষ এবং অন্যান্য জীবের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। অনেক ক্ষেত্রে এই সব কীটনাশকের প্রভাব, বিভিন্ন জীবদেহে বৃদ্ধি প্রাপ্ত হয়, একে জৈববিবর্ধন বা বায়ােম্যাগনিফিকেশান(Biomagnification)বলে। 


                        Biomagnification


b. রাসায়নিক সার (Chemical fertilizers) ঃ

কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার নানাভাবে বাহিত হয়ে ক্ষেত্রের সংলগ্ন জলাশয়গুলিতে এসে জমা হয়। এর ফলে জলাশয়ের শৈবাল, আগাছা ও জীবাণুর পরিমাণ বৃদ্ধি পায় এবং পরিণামে জলের BOD ও COD বাড়ে ; অর্থাৎ জল দূষিত হয়।।

C. শিল্পজনিত জলদূষণ (Industrial water pollution) ঃ

বিভিন্ন কলকারখানা, পাটশিল্প , চর্মশিল্প, রঙ শিল্প, কাগজ কারখানা, সার কারখানা, রাসায়নিক কারখানা ইত্যাদি থেকে বিভিন্ন প্রকার বিষাক্ত দূষিত বর্জ্য পদার্থ, সংলগ্ন নদী বা জলাশয়ের অপরিশােধিত অবস্থায় পরিত্যাগ করা হয়। এতে নানা প্রকার দূষক থাকতে পারে, যথা—পােড়া তেল, প্লাস্টিক, অ্যাসিড, ফেনল, কৃত্রিম রং, সায়ানাইড, ভারী ধাতু, অর্গানােক্লোরিন, জলে ভাসমান পদার্থইত্যাদি। এই পদার্থগুলি অনেকেই, জৈব ধ্বংসপ্রাপ্তিতে অক্ষম (non biodegradable) এবং মারাত্মক দূষণ সৃষ্টি করে।


                         Water pollution


D. তাপীয় দূষণ (Thermal pollution) :

বিভিন্ন কারখানা থেকে অনেক সময় উত্তপ্ত জল সরাসরি সংলগ্ন নদীতে পরিত্যাগ করা হয়। এর ফলে জলের তাপমাত্রা অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে। অধিক তাপের কারণে জলজ উদ্ভুিদ এবং প্রাণীরা মারা যেতে পারে। এইভাবে প্রচুর পরিমাণে নদীর মাছের মৃত্যু ঘটে। এ ছাড়া অধিক তাপের প্রভাবে, জলে অবস্থিত বিভিন্ন রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থের সৃষ্টি হতে পারে।

E. খনিজ তেল ঘটিত দূষণ (Pollution due to mineral oil) 

সমুদ্র ও নদীতে জাহাজ, ট্রলার ইত্যাদি থেকে পােড়া তেল অথবা পাইপের ছিদ্র দ্বারা নির্গত খনিজ তেল থেকে জল দূষণ অত্যন্ত সাধারণ ঘটনা। এর ফলে জলের উপরিভাগে একটি পাতলা তেলের স্তর গঠিত হয়। এই তেল জলজ জীবের পক্ষে ক্ষতিকারক এবং এই জাতীয় তেলের স্তরের উপস্থিতির কারণে বাতাসের অক্সিজেন, জলে দ্রবীভূত হতে পারে না ; ফলে জলজ জীবেদের শ্বাসকার্য বাধার সৃষ্টি হয়।

Post a Comment

0 Comments