Subscribe Us

header ads

আমাদের চারিপাশে ঘটনাসমূহ Class VI.

 A.মােমবাতি জ্বালিয়ে দেওয়া হলে কী ঘটনা ঘটে ?

উত্তর » মােমবাতি জ্বালিয়ে দেওয়া হলে মােমবাতির কিছুটা অংশ গলে যায় এবং গলে যাওয়া অংশ ঠান্ডা হয়ে পুনরায় শক্ত হয়ে যায়। এই ঘটনাটি উভমুখী ঘটনা। 

আবার মােমবাতির যে অংশটি পুড়ে যায়(দহন) সেই অংশটি পুনরায় ফিরে পাওয়া যায় না, তাই এটি একমুখী ঘটনা।


B. একমুখী ঘটনা কাকে বলে ?

উত্তর » কোনাে পদার্থে বা বস্তুতে যে পরিবর্তনের ঘটনাগুলি একবার ঘটলে তাদের আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, সেগুলিকে একমুখী ঘটনা বলে। যেমন—চাল ফুটিয়ে ভাত রান্না করা, কয়লা পুড়িয়ে ছাই সৃষ্টি করা ইত্যাদি।


C. উভমুখী ঘটনা কাকে বলে ?

উত্তর » কোনাে পদার্থে বা বস্তুতে যে পরিবর্তনের ঘটনাগুলি একবার ঘটলে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়, সেই ঘটনাগুলিকে উভমুখী ঘটনা বলে। যেমন বরফ গলে জল হওয়া,আবার জল জমে বরফ হওয়া ইত্যাদি।


D.একমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য লেখাে।

উত্তর » একমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য হল—

1.একমুখী ঘটনা সাধারণত দ্রুতগতিতে ঘটে থাকে।

2. এই প্রকার ঘটনায় পদার্থের স্থায়ী পরিবর্তন ঘটে।


E.উভমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য লেখাে।

উত্তর » উভমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য হল—

1. উভমুখী ঘটনাগুলি সাধারণত ধীরগতিতে সম্পন্ন হয়।

2. এই ধরনের ঘটনার ক্ষেত্রে পদার্থের অস্থায়ী পরিবর্তন ঘটে থাকে।


F পর্যাবৃত্ত ঘটনা বলতে কী বােঝ?

উত্তর » একটি নির্দিষ্ট সময় অন্তর যে ঘটনা পুনরায় ঘটে, তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন—দিন থেকে রাত এবং আবার রাত থেকে দিন হওয়া।


G. অপর্যাবৃত্ত ঘটনা বলতে কী বােঝ? 

উত্তর » যে ঘটনাগুলি কোনাে সময়ের নিয়মে ঘটে না, তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন—কোনাে জায়গায় একদিন ঝড় হল বা কোনাে জেলায় একবছর বন্যা হল।



H. সার কী? এটি কয়প্রকার ও কী কী?
উত্তর » যে পদার্থ জমিতে ব্যবহার করে জমির উর্বরতা ও ফসলের ফলন বৃদ্ধি করা যায়, তাকে সার বলে।

» সার দুই প্রকারের হয়, যথা—জৈব সার এবং অজৈব বা রাসায়নিক সার।


I  জৈব সার ও অজৈব সার কাকে বলে ?

জৈব সার: জৈব পদার্থ যেমন, উদ্ভিদ ও প্রাণীর দেহের কোনাে অংশ বা মৃতদেহ কিংবা তাদের বর্জ্য পদার্থ থেকে তৈরি সারকে জৈব সার বলে।

অজৈব সার: যেসব সার জৈব পদার্থ (উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ কিংবা তাদের বর্জ্য পদার্থ) থেকে তৈরি হয় না, তাদের অজৈব সার বলে।

 J. জৈব সার ও রাসায়নিক সারের উদাহরণ দাও
উত্তর » গােবর সার ও কমপােস্ট সার হল জৈব সারের উদাহরণ।
ইউরিয়া ও পটাশ হল রাসায়নিক সারের উদাহরণ।

K.কীটনাশক বলতে কী বোঝ? উদাহরণ দাও। 
উত্তর » মানুষ ও তার সম্পদকে ক্ষতিকর কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তাদের কীটনাশক   বলে।
» উদাহরণ-কার্বারিল, ম্যালাথিয়ন ইত্যাদি।

L. প্রাকৃতিক ঘটনা কাকে বলে, তা উদাহরণসহ লেখাে
উত্তর » যেসব ঘটনা প্রকৃতির নিয়মে ঘটছে এবং সেখানে মানুষের কোনাে হাত নেই, সেগুলিকে প্রাকৃতিক ঘটনা বলে। 
যেমন—দিনরাত্রি হওয়া, বৃষ্টিপাত, ভূমিকম্প, ঝড় ইত্যাদি।

M.মনুষ্যসৃষ্ট ঘটনা কাকে বলে, তা উদাহরণসহ লেখাে।
উত্তর » যেসব ঘটনা মানুষ ঘটায়, প্রকৃতির নিয়মে ঘটে না, সেগুলিকে মনুষ্যসৃষ্ট ঘটনা বলে।
উদাহরণ—কীটনাশক ছিটিয়ে কীটপতঙ্গ ধ্বংস করা, বাঁধের অতিরিক্ত জল ছেড়ে বন্যা সৃষ্টি করা ইত্যাদি।

N. চাষের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা উচিত নয় কেন?

উত্তর »১. চাষের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে মাটির অম্লতা বৃদ্ধি পায়। তাছাড়া বৃষ্টির জলের সঙ্গে সার নিকটবর্তী জলাশয়ে এসে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটায়।

 ২.জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে, ক্ষতিকর কীটপতঙ্গের পাশাপাশি বহু উপকারী পতঙ্গ যেমন মৌমাছি, প্রজাপতি মারা যায়। 

৩. এছাড়া মাটিতে বসবাসকারী কেঁচো, কেন্নো, শামুক প্রভৃতি প্রাণীও মারা যায়, যার প্রভাব পড়ে পরিবেশের ওপর, সেই কারণে পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।


O. দ্রুত ও মন্থর ঘটনা বলতে কী বােঝ ? 
উত্তর » যেসব ঘটনা কম সময়ে বা তাড়াতাড়ি ঘটে, তাদের দ্রুত ঘটনা বলা হয়। আবার, যেসব ঘটনা ধীরে ধীরে বা মন্থরগতিতে ঘটে অর্থাৎ ঘটতে বেশি সময় লাগে তাদের মন্থর ঘটনা বলা হয়।

P. দুটি মন্থর ঘটনার নাম লেখাে।
উত্তর » দুটি মন্থর ঘটনা হল—1. শুয়োপকা থেকে প্রজাপতির উৎপত্তি এবং 2. আমগাছের মুকুল থেকে আমের ফলন।

Q  দুটি দ্রুত ঘটনার নাম লেখাে। 
উত্তর » দুটি দ্রুত ঘটনা হল—1. ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানাে এবং 2.পাথুরে চুনে উপযুক্ত পরিমাণ জল দিলে তা হিসৃহিস্শব্দ করে কলিচুনে পরিবর্তিত হওয়া।

Post a Comment

0 Comments