Subscribe Us

header ads

প্রশ্ন উত্তর পর্ব ( Class V)

 মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন?

মৌমাছিরা মৌচাকে দলবদ্ধভাবে বসবাস করে এবং এদের মধ্যে শ্রমবিভাজন ( কেউ মৌচাক তৈরি করে, কেউ খাদ্য সংগ্রহ করে, কেউ শত্রুদের থেকে মৌচাককে রক্ষা করে প্রভৃতি)  থাকে বলে এদের সমাজবদ্ধ জীব বলে।

মধু কি?

মৌমাছি দ্বারা সংগৃহীত মকরন্দ মৌমাছির লালারসের সাথে মিশে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে যে বিশেষ তরলে পরিনত হয় তকে মধু বলে। মধুর মধ্যে প্রচুর খনিজ, ভিটামিন থকে যা আমাদের শরীরের পক্ষে উপকারী। 

ব্যাঙের কোন পদ আগে পরিনত হয়?

পশ্চাদ পদ 

প্রজাপতি কতদিন বাঁচে? 

প্রায় ২ সপ্তাহ  

পুরুষ (Drone) মৌমাছির গঠনগত বৈশিষ্ট্য লেখো।

১. আকারে রাণি মৌমাছি থেকে ছোটো কিন্তু শ্রমিক মৌমাছি থেকে বড়ো।
২. উদরের শেষ প্রান্তে হুল থ্যকে না।
৩. শোষনযন্ত্র বা প্রোবসিস, মোমগ্রন্থি থকে না। 


রানি (Queen) মৌমাছির গঠনগত বৈশিষ্ট্য লেখো।

১.আকারে সবথেকে  বড়ো ।

২. উদরের শেষ প্রান্তে হুল থ্যকে ।

৩. শোষনযন্ত্র বা প্রোবসিস, মোমগ্রন্থি থকে না। 

শ্রমিক (Worker) মৌমাছির গঠনগত বৈশিষ্ট্য লেখো।

১. আকারে সবথেকে  ছোটো। 
২.  উদরের শেষ প্রান্তে হুল থ্যকে ।
৩. শোষনযন্ত্র বা প্রোবসিস, মোমগ্রন্থি থকে ।
৪. রেনু সংগ্রহের জন্য রেনুস্থলি থাকে। 

ব্যাঙাচির লেজের কি ভাবে পরিবর্তন হয়?

ব্যাঙাচির মেটামরফোসিস বা রুপান্ত্রের সময় অ্যাপপটোসিস প্রক্রিয়ায় (নিয়ন্ত্রিত ভাবে কোশের মৃত্যু) লেজের অবলুপ্তি ঘটে। ফলে পরিনত ব্যাঙে লেজ থাকে না।

৭ দিনে ব্যাঙাচি কেমন দেখতে হয়?

এই সময় এরা সাতার কাটতে সক্ষম হয়। এদের দেহে লেজ এবং বহিঃফুলকা গঠিত হ্য।কিন্তু পা গঠিত হয় না। 

শ্বসন কি?

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষমধ্যস্থ খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন করে যা বিপাকক্রিয়ায় ব্যবহৃত হয় এবং কার্বন-ডাই-অক্সাইড ও জল উৎপন্ন হয় তাকে শ্বসন বলে।

 



Post a Comment

4 Comments