মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন?
মৌমাছিরা মৌচাকে দলবদ্ধভাবে বসবাস করে এবং এদের মধ্যে শ্রমবিভাজন ( কেউ মৌচাক তৈরি করে, কেউ খাদ্য সংগ্রহ করে, কেউ শত্রুদের থেকে মৌচাককে রক্ষা করে প্রভৃতি) থাকে বলে এদের সমাজবদ্ধ জীব বলে।
মধু কি?
মৌমাছি দ্বারা সংগৃহীত মকরন্দ মৌমাছির লালারসের সাথে মিশে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে যে বিশেষ তরলে পরিনত হয় তকে মধু বলে। মধুর মধ্যে প্রচুর খনিজ, ভিটামিন থকে যা আমাদের শরীরের পক্ষে উপকারী।
ব্যাঙের কোন পদ আগে পরিনত হয়?
পশ্চাদ পদ
প্রজাপতি কতদিন বাঁচে?
প্রায় ২ সপ্তাহ
পুরুষ (Drone) মৌমাছির গঠনগত বৈশিষ্ট্য লেখো।
১. আকারে রাণি মৌমাছি থেকে ছোটো কিন্তু শ্রমিক মৌমাছি থেকে বড়ো।
২. উদরের শেষ প্রান্তে হুল থ্যকে না।
৩. শোষনযন্ত্র বা প্রোবসিস, মোমগ্রন্থি থকে না।
রানি (Queen) মৌমাছির গঠনগত বৈশিষ্ট্য লেখো।
১.আকারে সবথেকে বড়ো ।
২. উদরের শেষ প্রান্তে হুল থ্যকে ।
৩. শোষনযন্ত্র বা প্রোবসিস, মোমগ্রন্থি থকে না।
শ্রমিক (Worker) মৌমাছির গঠনগত বৈশিষ্ট্য লেখো।
১. আকারে সবথেকে ছোটো।
২. উদরের শেষ প্রান্তে হুল থ্যকে ।
৩. শোষনযন্ত্র বা প্রোবসিস, মোমগ্রন্থি থকে ।
৪. রেনু সংগ্রহের জন্য রেনুস্থলি থাকে।



4 Comments
Udor mane
ReplyDeleteপেট
ReplyDeleteSir bipakkriya mane ki
ReplyDeleteKi ki upaye gol sonrokhon kora somehow
ReplyDelete