মুেরদণ্ড (Vertebral Column)
মেরুদণ্ডটি পৃষ্ঠদেশ বরাবর অবস্থিত। মােট 33টি অস্থি নিয়ে গঠিত। মেরুদণ্ডের প্রতিটি অস্থিকে কশেরুকা (vertebrae) বলে। মেরুদণ্ডের অস্থিগুলিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। যথা-
1. সারভাইক্যাল বা গ্রীবাদেশীয় কশেরুকা (Cervical vertebrae) 7 টি।
2. থােরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা (Thoracic Vertebrae) 12 টি।
3, লাম্বার বা কটিদেশীয় কশেরুকা (Lumbar Vertebrae) 5 টি।
4. স্যাক্রাল বা ত্রিকাথীয় কশেরুকা (Sacral Vertebrae) 5 টি।
5. ককসিজিয়াল বা অনুত্রিকাগ্ৰীয় কশেরুকা (Coccygeal Vertebrae) 4 টি।
আদর্শ কশেরুকা
(i) সেন্ট্রাম উপস্থিত(ii)নিউরাল ক্যানাল উপস্থিত, (iii) নিউরাল আর্চ ও নিউরাল স্পাইন
উপস্থিত, (iv) ট্রান্সভারস প্রসেস উপস্থিত এবং (v) ভার্টিব্রাল ফোরামেন উপস্থিত।
1. সারভাইক্যাল কশেরুকা (Cervical Vertebrae) ঃ
সংখ্যায় 7টি। গ্রীবাদেশে অবস্থিত। প্রথম কশেরুকাকে অ্যাটলাস(atlas)এবং দ্বিতীয় কশেরুকাকে অ্যাক্সিস (axis) বলে।
অ্যাক্সিসের নীচের দিকের প্রবর্ধককে ওড়ােন্টয়েড প্রসেস (Odontoid Process) বলে।
2. থােরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা (Thoracic Vertebrae) এই অঞ্চলে 12টি কশেরুকা থাকে। এই কশেরুকাগুলি সাধারণত 12 জোড়া পঞ্জর অস্থি এবং একটি স্টারনাম সহযােগে বক্ষপিঞ্জর গঠন করে।
3, লাম্বার কশেরুকা (Lumbar Vertebrae) ঃ সংখ্যায় 5টি। কটি অঞ্চলে অবস্থিত। এগুলি সর্বাপেক্ষা বড়াে এবং মজবুত, এদের প্রবর্ধকগুলি ছােটো এবং পুরু।
4. স্যাক্রাম (Sacram) ঃ 5টি কশেরুকা একসঙ্গে যুক্ত হয়ে স্যাক্রাম গঠন করে। এটি উভয়পাশের শ্রোণিচক্রের মাঝখানে অবস্থিত।
5. ককসিস (Coccyxs) ঃ 4টি ককসিজিয়াল কশেরুকা পরস্পর যুক্ত হয়ে ত্রিকোণাকার যে অস্থি গঠন করে, তাকে ককসিস বলে।
ইনট্রাভার্টিব্রাল ডিস্ক (Intravertebral disc) দ্বিতীয় কশেরুকার পর থেকে শুরু করে স্যাক্রাম পর্যন্ত যে চাকতির মতাে অস্থিগুলি দুটি কশেরুকার মাঝখানে অবস্থান করে তাদের ইনট্রাভার্টিব্রাল ডিস্ক বলে।
ভাটিব্রাল ফরমূলা (Vertebral formula)
C7,T12,L5,S5,C4
কারভেচার (Curvature)
মানুষের মেরুদণ্ডের 4 টি কারভেচার বা খাজ থাকে। সেগুলি হল- (i) সারভাইক্যাল কারভেচার (Cervical curvature)—গ্রীবাদেশে অবস্থিত। (ii) থােরাসিক কারভেচার (Thoracic curvature) বক্ষদেশে অবস্থিত। (iii) লাম্বার কারভেচার (Lumbar Curvature) কটিদেশে অবস্থিত। (iv) স্যাক্রাল কারভেচার (Sacral Curvature) ঃ পেলভিক অঞ্চলে অবস্থিত।
মেরুদণ্ডের কাজ (Functions of Vertebral Column)
1. এটি স্পাইনাল কর্ডকে রক্ষা করে।
2. স্থির অবস্থায় বা গতিময় অবস্থায় এটি দেহের ভার বহন করে।
3, সারভাইক্যাল কশেরুকা গ্রীবা সঞ্চালনে সাহায্য করে।
4. ইন্ট্রাভার্টিব্রাল ডিস্কগুলি মেরুদণ্ডের অস্থির নমনীয়তা বজায় রাখে।






3 Comments
স্যার, আমি রাজদীপ জানা ।
ReplyDeleteআমার অসুবিধা গুলি নিম্নলিখিত -
1. হৃৎপিন্ডের কাজগুলো সম্বন্ধে যা জান লেখ।
2. নৌ-কম্পাস এর কর্মপদ্ধতি লেখ।
3. আদর্শ জবা পাতার চিত্রাঙ্কন করো।
4. চা চাষের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
5. তড়িৎ কোশের গঠন লেখ।
স্যার, আমি বসুজিৎ বিশ্বাস
ReplyDeleteআমার অসুবিধাটি হল--
১. আদর্শ তড়িৎ কোশের গঠন লেখ।
Very good
ReplyDelete