গলগি বস্তু প্রথম আবিষ্কার করেন ক্যামিলো গলগি (Camillo Golgi,1898)।এটি সমস্ত ইউক্যারিওটিক কোশে বর্তমান।(ব্যাতিক্রম উদ্ভিদের পরিনত সিভনল কোষ, স্তন্যপায়ীদের পরিনত RBC তে।) উদ্ভিদ কোষে এটি ডিকটিওজোম নামে পরিচিত। গলগি বস্তু নিম্নলিখিত অংশগুলি নিয়ে গঠিত।
যথা—1. সিস্টারনি,
2. টিউবিউলস
3. ভেসিকল
4. ভ্যাকুওল।
1.সিস্টারনি (Cisternae):
একক পর্দা দিয়ে ঘেরা,চ্যাপটা, সরু থলির মতাে অংশ যারা একটির ওপর আর একটি স্তুপীকৃত অবস্থায় সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। সিস্টারনির একটি তল উত্তল(forming face) ও অপর তলটি অবতল(trans face) হয়। এগুলি সংখ্যায় প্রাণীকোশে 3-12টি।
2 টিউবিউলস(Tubules)
গলগি বস্তুর যে উপাদানগুলি নলাকার, জালিকাকার গঠন তৈরি করে, তাদের টিউবিউলস বলে। এরা 300-500A ব্যাসযুক্ত হয়।এরা সিস্টারনির সঙ্গে যুক্ত থাকে।
3.ভ্যাকুওল (Vacuole) :
সিস্টারনির অবতল দিকের প্রান্তীয় অংশ স্ফীত হয়ে বড়াে গহবর সদৃশ যে গঠন সৃষ্টি করে, তাকে ভ্যাকুওল বলে।
4.মাইক্রোভেসিকল (Microvesicle) :
সিস্টারনিগুলির পরিধির দিকে তরল পদার্থপূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র গােলাকার যে অংশগুলি থাকে, তাকে মাইক্রোভেসিল বলে।এরা টিউবিউলসের প্রান্তদেশের সঙ্গে যুক্ত থাকে।
কাজ
1.ক্ষরণ কাজে সাহায্য করে।
2.RER এ উৎপন্ন প্রোটিনের মডিফিকেশন ও পরিবহনের (protein modification, Protein packaging, protein transport)সাহায্য করে। তাই একে কোশের ট্রাফিক পুলিশ ও বলা হয়।
3.গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন সংশ্লেষে সাহায্য করে।
4.সাইটোকাইনেসিসের সময় কোষপর্দা গঠনের সাহায্য করে।
5.শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে।


0 Comments